2. ইনস্টলেশন
ক্যাম্নে কি করতে হইবো!
Last updated
Was this helpful?
ক্যাম্নে কি করতে হইবো!
Last updated
Was this helpful?
ইনস্টল নিয়ে কথা বলার তেমন কিছুই নেই আসলে। প্রথমেই আসি উইন্ডোজ কম্পিউটারে ইনস্টলের ব্যাপারে। যেহেতু আমাদের অধিকাংশই উইন্ডোজ ব্যাবহার করে।
এই লিংকে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। তারপর তোমরা নিজেরাই ইনস্টল করে নিতে পারবে। (আমি ধরে নিচ্ছি তোমরা সফটওয়্যার ইনস্টল করতে পারো। তাও না পারলে গুগল সার্চ করো, অসংখ্য টিউটোরিয়াল পাবে।)
যাদের ম্যাকবুক আছে তারা নিচের লিংক থেকে ডাউনলোড করে নিতে পারো।
যারা লিনাক্স ব্যাবহার করো তারা টার্মিনাল ওপেন করে
sudo apt-get install r-base
লিখে এন্টার প্রেস করলেই ইনস্টল হয়ে যাবে।
যদি arch linux হয় তাহলে যেকোনো প্যাকেজ ম্যানেজারে r-base
লিখে ইনস্টল করলে ইনস্টল হয়ে যাবে।
Rstudio ইনস্টল করতে চাইলে নিচের লিংক থেকে নামিয়ে নিতে পারো।
উইন্ডোজ, ম্যাকবুক বা লিনাক্স যার যেটা প্রয়োজন সেটা নামিয়ে নেবে। সবই আছে এই পেজ এ।
Rstudio হচ্ছে R কোড লেখার সবচেয়ে বেস্ট সফটওয়্যার। অসংখ্য ফিচারে ভরা। আমি তোমাদেরকে অবশ্যই এই সফটওয়্যার ব্যাবহার করার পরামর্শ দেবো। প্রেজেন্টেশন বানানো থেকে শুরু করে, বই লেখা, পিডিএফ বানানো, ওয়েবপেজ ডিজাইন, এপ্লিকেশন বানানো সবই করা যায় R কোড লিখে এই Rstudioর মাধ্যমে। এমনকি তোমরা যে এই লেখাটি পড়ছো এটিও Rstudio তেই লেখা!
এখন পর্যন্ত যদি কেউ ইনস্টল করতে না পারো তাহলে অবশ্যই আমাকে জানাবে। কিভাবে ইনস্টল করতে হয় সেটার উপর বিস্তারিত আরেকটি লেখা পোস্ট করবো।