পরিসংখ্যানিক প্রোগ্রামিং
বাংলা ভাষায় পরিসংখ্যান, প্রোগ্রামিং এবং ডাটা সাইন্স
Last updated
Was this helpful?
বাংলা ভাষায় পরিসংখ্যান, প্রোগ্রামিং এবং ডাটা সাইন্স
Last updated
Was this helpful?
প্রথমেই একটি কথা বলে রাখি, আমার এই লেখাগুলো অধ্যায়ভিত্তিক সাজিয়ে বই এর মতন রুপ দিয়েছি শুধুমাত্র পড়বার সুবিধার্থে। কিন্তু আদতে এটি কোন বই নয়। কেননা, বই লেখবার মত সাহস, সামর্থ্য বা পর্যাপ্ত জ্ঞান কোনোটাই আমার নেই। এটি আসলে আমার ব্যাক্তিগত ব্যাবহারের জন্যে বানানো একটি নোট টাইপের একটা জিনিস। মানে আমি যখন যা শিখেছি, যেভাবে শিখেছি, সেগুলি যেন পরবর্তিতে কখনো ভুলে গেলে চট করে দেখে নিতে পারি সেই উদ্দেশ্যে মূলত এই নোট লেখা শুরু করেছিলাম। শুধু যা যা শিখেছি তাই ই নয় কোনো সমস্যা আমি কিভাবে সমাধান করি, বা কোনো সমস্যা নিয়ে আমি কিভাবে ভাবতে পছন্দ করি, আমার সেই ভাবনার ধরনটাও মাঝেমাঝে লেখায় রুপ দেবার চেষ্টা করেছি। যেহেতু এটা শুধুমাত্র আমার ব্যাক্তিগত ব্যাবহারের জন্যেই লিখেছিলাম সেহেতু এটাকে কখনো প্রকাশ করবো সেরকম কিছু আমার মাথায় আসেনি। তোমরা পরিসংখ্যান এবং এর ব্যাবহার ও প্রয়োজনীয়তা কতটুকু আজকের এই আধুনিক বিশ্বে তা নিশ্চয় বেশ ভালোভাবেই জানো। পরিসংখ্যানের সংখ্যার জগৎে প্রোগ্রামিং এর অপরিহার্য্যতাও নিশ্চয় তোমার অজানা নয়। কিন্তু আমাদের দেশে প্রোগ্রামিং ব্যাপারটাকে একটু ভয়ের চোখে দেখা হয়। মনে করা হয় প্রোগ্রামিং ব্যাপারটা বোধহয় আহামরি অনেক কঠিন কিছু! আমি জানিনা এই ভয় কিভাবে সৃষ্টি হয়েছে, কিন্তু আমি জানি যে এই ভয়টা অবশ্যই দূর করতে হবে, নাহলে অদূর ভবিষ্যতে মুক্তি মিলবেনা কোনোমতেই। কাজেই প্রোগ্রামিং নিয়ে আমাদের যাদের ভয়ডর আছে, বিশেষ করে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান নিয়ে পড়ালেখা করছো, মূলত তাদের কাছে প্রোগ্রামিং জগৎটা পরিচিত করবার জন্যে, ছোট ছোট ভীতি ভুল ধারনাগুলো দূর করবার জন্যে আমি আমার লেখা নোটগুলো সবার জন্যে উন্মুক্ত করে দিচ্ছি। যদি কোনো মতামত, পরামর্শ বা ভুল ধরিয়ে দিতে চান তাহলে নিচে সবুজ কালিতে লেখা আমার নামের উপর ক্লিক করে আমাকে ম্যাসেজ দিতে পারবেন। যেহেতু এই বই বা নোটটি ছাপানো নয়, সেহেতু ভুল ভ্রান্তিগুলো শুধরে ফেলতে অত সময় লাগবেনা। এবং এটি কখনো স্থির থাকবেনা, সবসময়ই বইটিতে নতুন নতুন জিনিস যোগ করে গতিশীল রাখার চেষ্টা করবো। আর যেটি না বললেই নয়, তা হলো R এমন একটি সমৃদ্ধ ও গতিশীল ভাষা যা কিনা শিখে শেষ করা সম্ভব বলে আমার মনেহয়না। ওপেন সোর্স হওয়ার ফলে প্রতি মুহুর্তে নতুন নতুন জিনিস যুক্ত হয়েই যাচ্ছে। আর আমিও যেহেতু মানুষ, আমারও সবসময় সবকিছু মাথায় থাকেনা। তাই যখন যতটুকু পারি ততটুকুই যুক্ত করে দিবো এই বইয়ে। আপনার যদি মনেহয় আমি কোনোকিছু এড়িয়ে গেছি, সেটিও অবশ্যই আমাকে জানাবেন। আমি তা যুক্ত করে নিবো, মুলত এই ফ্লেক্সিবিলিটির জন্যেই অনলাইনে এই বই প্রকাশ করছি।
সকলের প্রতি আমার এই ভুলে ভরা ক্ষুদ্র প্রয়াসটুকু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবার অনুরোধ রইলো। --তুহিন রানা পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।